শেরপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে বক্তব্যদেন নবাগত এসি ল্যান্ড জামশেদ আলম রানা, শেরপুর থানার ওসি হুমায়ন কবির,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন শেরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ একেএম নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা ইউসুফ উদ্দিন, মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান নাজনিন নাহার ইভা,শামিম আরা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা: আবু রায়হান। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। শেষে প্যাকেট লাঞ্চ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।