জেলার খবর

বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রতিহত করার আহ্বান

Spread the love

বগুড়া সংবাদদাতা: মহান বিজয় দিবসে বগুড়া প্রেসকাবের আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধ ও অসম্প্রদায়িকতার বাংলাদেশকে সাম্প্রদায়িক মোড়কে ঢেকে ফেলতে চায়। একারণে তারা এদেশের প্রচলিত আইন ও বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেও দ্বিধা করছে না। যেকোন মূল্যে এই গোষ্ঠীকে প্রতিহত করতে হবে, যেন কোনভাবেই এদেশে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কোন গোষ্ঠীর তৎপরতা বিস্তার লাভ না করে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
সোমবার সকালে বগুড়া প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। কাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিকের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমানসহ শফিউল আযম কমল, আমজাদ হোসেন মিন্টু, এস এম কাওসার, জে এম রউফ, মেহেরুল সুজন, হাফিজ রাজ, আব্দুর রহিম, গৌরব চন্দ্র দাস, ইলিয়াস হোসেন, ফরহাদ শাহী, সাজ্জাদ হোসেন পল্লব, শাহ নেওয়াজ শাওন প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারি সকল শহীদ এবং ১৫ আগষ্ট ঘাতকের হাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া প্রেসকাবের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close