স্থানীয় খবর
শেরপুরে জমি থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামে বাড়ির পার্শ্বের জমি থেকে ফজর আলী (৫০) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার হয়েছে। সে ওই গ্রামের ময়েজ আলী শেখ এর ছেলে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ । তার পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সারা দিন কাজ শেষে রাতে সে বাড়িতেই ঘুমিয়ে পড়ে। সকালে তার লাশ পাওয়া যায় বাড়ির পার্শ্বের একটি ধানের জমিতে। এলাকাবাসী জানান, তার শরীরে চোখের নিচে জখমের দাগ রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।