ভারতের নাগরিকত্ব আইন প্রত্যাহারের আবেদন কংগ্রেসের
শেরপুর ডেস্ক: ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে শিলিগুড়িতে মঙ্গলবার বিােভ করে ইয়ুথ কংগ্রেসের সদস্যরা। এর বাইরে দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই সহ অনেক প্রদেশে বিােভ-সংঘর্ষ হয়েছে ।
সদ্যই ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। রাষ্ট্রপতির সম্মতি মেলার পর সেই বিলই এখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। এ বার সেই আইন প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তা প্রত্যাহারের আবেদন জানাল বিরোধী দলগুলো। মঙ্গলবার বিকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতি রামনাথের সঙ্গে দেখা করে বিরোধী শিবিরের প্রতিনিধি দল।
রাষ্ট্রপতিকে তারা বলেন, সংশোধিত ঐ আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন অংশ জ্বলছে। এখনই তা তুলে না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত পদপে গ্রহণ করা হবে বলে রাষ্ট্রপতি তাদের আশ্বাস দিয়েছেন বলে পরে জানিয়েছেন সোনিয়া।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস সভানেত্রী। সোনিয়া এ দিন বলেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। উত্তর-পূর্ব থেকে তা দেশের বাকি অংশেও ছড়িয়ে পড়েছে। রাজধানী দিল্লিও বাদ যায়নি। তাই রাষ্ট্রপতিকে এ ব্যাপারে হস্তপে করার আবেদন জানিয়েছি আমরা। সোনিয়া আরো বলেন, প্রতিবাদ সকলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ আন্দোলনকারীদের প্রতি রূঢ় আচরণ করছে। জোর করে প্রতিবাদী মানুষের মুখ বন্ধ করা হচ্ছে। এটা অগণতান্ত্রিক আচরণ। এ প্রসঙ্গে তৃণমূল একপি ও’ব্রায়েন বলেন, রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি, অবিলম্বে যাতে সংশোধিত নাগরিকত্ব আইন তুলে নিতে তিনি সরকারকে নির্দেশ দেন।
এদিকে একটি সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেসই আন্দোলনের উসকানি দাতা। তারা মুসলিমদের আন্দোলনে নামার জন্য উত্সাহ দিচ্ছে। যে কোনো মূল্যে নাগরিকত্ব আইন কার্যকর করা হবে বলে তিনি জানান।