অহনার সিদ্ধান্ত
শেরপুর ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী অহনা এখন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না। এটি পুরনো খবর। নতুন খবর হলো, চলতি বছরের শেষ সময়ে এসে আগের মতো অভিনয়েও নেই বলে জানালেন তিনি। তার ভাষ্য, ধারাবাহিক নাটকে ছেড়ে দেয়ার পাশাপাশি অভিনয়ও এখন কম করছি। নিজের চরিত্র ও গল্প পছন্দ হলেই একক নাটকে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি এখন কিছুটা সময় আমার ব্যবসায় দিচ্ছি। বলা যায় ব্যবসাতেই মনোযোগী। আমার ‘অ-হ-মি’ পার্লারের নতুন একটি শাখা চালু করবো।
এরইমধ্যে নতুন লোকেশন খোঁজা শুরু করেছি। নতুন বছরে ‘অ-হ-মি’র নতুন শাখাটি শুরু করার ইচ্ছে আছে। রাজধানীর উত্তরার ১৩ নাম্বর সেক্টরে অহনা ‘অ-হ-মি’ বিউটি পার্লারটি শুরু করেন ২০১৭ সালে। এদিকে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে এ অভিনেত্রীর একাধিক ধারাবাহিক। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো ‘বউ শাশুড়ি’, ‘রসের হাড়ি’, ‘ছায়বিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’। প্রচার চলতি ধারাবাহিকগুলোর শুটিং শেষ করে নতুন কোনো ধারাবাহিকে কাজ করছেন না বলে জানান।