স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের সেই দপ্তরিকে শোকজ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠা চকপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই দপ্তরিকে শোকজ করা হয়েছে। কোন প্রকার ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে দপ্তরি কাম নৈশপ্রহরী মাসুদ রানাকে শোকজ করেন বিদ্যালয় পরিচালনা কমিটি। একইসঙ্গে আগামি তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব দিতে নির্দেশও দেয়া হয় তাকে।
গত ১০ডিসেম্বর বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় লম্পট দপ্তরি মাসুদ রানা। পরে উক্ত ঘটনার বিচার চেয়ে পরদিন ১১ডিসেম্বর ওই ছাত্রীর মা শহরের উত্তরসাহাপাড়া এলাকার মিলি বেগম প্রধান শিক্ষক সুমিতা চ্যাটার্জীর কাছে অভিযোগ করেন। কিন্তু ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান ওই দপ্তরি। পাশাপাশি ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের দ্বাড়স্থ হন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম মন্ডল বলেন, শুনেছি বাদি-বিবাদী আপোষ-রফা হয়ে গেছে। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকাও লেনদেন হয়। তাই প্রভাবশালী চক্রটির পরামর্শে বাদি-বিবাদী উভয় আত্মগোপনে চলে গেছেন। কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাতে করে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। কিন্তু এহেন কর্মকাÐের পর টাকার জোরে সব মহলকে ম্যানেজ করে পার পেতে চায়। তবে ধর্ষণ চেষ্টা ধামাচাপা দিলেও কোন প্রকার ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।