শেরপুরে হোলসিম সিমেন্টের নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে নির্মাণ কর্মশালা গত মঙ্গলবার (১৭ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতায় হোলসিম সিমেন্টের গুণাগুণ, ব্যবহার, কাজের পর বাস্তবতা ও নির্ভরতরা কথা তুলে ধরেন। এছাড়া কর্মশালায় অন্যদের মধ্যে শেরপুর প্রেসকাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, শেরপুর বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, বিশিষ্ট আইনজীবি এড. আবুল কালাম আজাদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু, মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, হোলসিম সিমেন্টের ডিলার বেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় রাজমিস্ত্রি ছাড়াও ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার শতাধিক মানুষ অংশ নেন।