স্থানীয় খবর

বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে -মজিবর রহমান মজনু

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বর্ণ্যাঢ্য নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ডিসেম্বর) বেলা ১১ টায় একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে কারিগরি প্রশিক্ষণ ও সহজ শর্তে ভিসা পাওয়ার ব্যবস্থা। প্রতিটি উপজেলা থেকে সহ¯্রাধিক শ্রমিককে বিদেশে পাঠানো হবে। তবে তাদের অবশ্যই উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। কারণ উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তারা ন্যায্য পাওনা পাচ্ছেন না। এতে করে সরকারও আশানুরুপ রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি বিধি বিধান মেনে সবাইকে বিদেশ গমনের পরামর্শ দেন তিনি।
উক্ত সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, শেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, টাউন পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর হারুন-উর-রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে দিবসটিকে ঘিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-মেলে’। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close