শেরপুরে ৫ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
ষ্টাফ রির্পোটার: নির্বাচনী তফশীল ঘোষণা, অফিসের তালা খোলা সহ ৫ দফা দাবীতে বগুড়ার শেরপুরে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কতিপয় নেতা সংবাদ সম্মেলন করছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের ধুনট মোড়ে অবস্থিত একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, শেরপুর উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হবার পরে বিষয়টি আমরা জেলা কমিটিকে জানাই। কিন্তু জেলা কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবার কথা বললেও শেরপুর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিদের্শ অমান্য করে অদ্যাবধি সাধারণ সভা আহবান করেনি এবং সমিতির নিজস্ব অফিস ঘরটি তিন বছর যাবত তালাবদ্ধ করে রেখেছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবিলম্বে নির্বাচনের তফশীল ঘোষনা, অফিসের তালা খোলা, আয় ব্যয়ের হিসাব প্রদান, মৃত সদস্যদের অনুদান প্রদান ও অফিস সহকারীর বেতন পরিশোধের দাবী জানানো হয়।
এতে সংগঠনের কোষাধ্য নাহিদ রানা, দপ্তর সম্পাদক রুহুল আমিন স্বপন, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মুন্না, বাবুল হোসেন, আব্দুস সালাম, সমীর কুমার অধিকারী, জহুরুল ইসলামসহ সংগঠনের সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।