কাহালু খাদ্য গুদামে ভ্রাম্যমান আদালত: ৩ জনের জেল
কাহালু (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার কাহালু উপজেলায় সরকারী খাদ্য গুদামে লটারীতে নির্বাচিত কিছু কৃষকদের কার্ড নিয়ে অবৈধভাবে ধান দেয়ার সময় গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান এই আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে রবিউল ইসলাম (৩০) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড, সামছুদ্দোহা খান (৪৫)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ইসমাইল হোসেন (৪০)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। রবিউল ইসলাম কাহালু পৌর এলাকার দলগাড়া গ্রামের মৃতঃ আব্দুর রশিদের পুত্র, সামছুদ্দোহা খান উপজেলার সাকোহালী গ্রামের মৃতঃ মনতাজুর রহমানের পুত্র ও ইসমাইল হোসেন কাহালু পৌর এলাকার লীপুর গ্রামের মৃতঃ মজিবর রহমানের পুত্র।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় খাদ্য গুদামে ধান দেওয়ার জন্য বিভিন্ন ইউনিয়ন হতে ভটভটি ও ভ্যানে করে আনা ধান রেখে ভ্যান চালকেরা ভয়ে সরে যান। এ সময় কিছু ভ্যানের ধান জব্দ করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, কাহালু থানার এস আই আশিকুর রহমান (আশিক) সহ কাহালু থানার পুলিশ সদস্যবৃন্দ।