জেলার খবর
ধুনটে মৈত্রী’র যাত্রা শুরু
এম.এ. রাশেদ ঃ বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠান ‘মৈত্রী’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। রবিবার সকাল ১০টায় ধুনট হাইস্কুল সুপার মার্কেটের ২য় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সমন্বয়ক সাহা সন্তোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালনা পরিষদের সদস্য সাহেব আলী, মোহাম্মদ আলী, প্রতিষ্ঠানের সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, শিক্ষক লুৎফর রহমান, ডা. সুব্রত কুমার, ব্যবসায়ী আশাদুল ইসলাম, পলাশ কর্মকার ও প্রতিষ্ঠানের ষ্টাফ রঘুনাথ রায়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষনা করা হয়।