বিনোদন

আজিজের বাসায় শাবনূরের মিটিং

Spread the love

শেরপুর ডেস্ক: সংকটে আবর্তিত বাংলা চলচ্চিত্রে তার ফেরার ভাবনা অনেকটা ত্রাতার মতোই। তবে অনেক দিন ধরেই বড় পর্দায় নেই তিনি। সেটা ইচ্ছাকৃত। কিন্তু দর্শক নির্মাতা বা চলচ্চিত্র বোদ্ধারা কিন্তু এখনও আশায় দিন গুণছেন কবে শাবনূরের মর্জি হবে বড় পর্দায় ফেরার। তিনি যে খেয়ালী প্রকৃতির সবচেয়ে গুণী অভিনেত্রী এ কথা ইন্ডাস্ট্রির সর্বজনে স্বীকৃত। তিনি ফিরেছেন মাত্র কয়েকদিন। এর মধ্যে খবর রটেছে তার ফেরার। নড়েচড়ে বসেছেন অনেকেই। খবরটিকে রটনা বলছি এ কারণে যে তার নামের সঙ্গে পলাতক চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজের নামের কারণে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাজনূরকে জড়িয়ে তার নতুন ছবি ‘কাটাতারের বেড়া’র ঘোষণা দিয়েছেন। সে সূত্রে খবরে প্রকাশ শাবনূর গল্প পড়েছেন তিনি রাজিও হয়েছেন। সবশেষ বলিউড অভিনেতা অজয় দেবগান এ ছবিতে শাবনূরের সঙ্গে কাজ করবেন। বিষয়টি এমন যে ‘যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শির ঘুম নাই’ অবস্থা।
এ নিয়ে জানতে টাকা পাচারের মামলায় পলাতক আব্দুল আজিজের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, যতটুকু জানি শাবনূর গল্প পছন্দ করেছেন। সামনের বছরের মাঝামাঝি কাজ শুরু হবে। ছবিতে অজয় থাকবে কি না এমন কথা আমি শুনিনি। তাছাড়া তার অভিনয় করার কারণও দেখছি না। তাকে নিতে হলে যে পরিমাণ পারিশ্রমিক দিতে হবে তা দেবার অবস্থায় আজিজ আছে কি না সেটাও আমার জানা নেই।
এদিকে বিশ^স্ত একটি সূত্র জানিয়েছে, গত কয়েকদিন আগে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বাসায় শাবনূরের সঙ্গে তার ঘনিষ্ঠ লোকদের একটি মিটিং হয়েছে। সেখানে জাজের ছবিতে অভিনয় করা অনেক অভিনেতা-অভিনেত্রী ও কন্ঠশিল্পীকে দেখা গেছে। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে ছবির বিষয় তাদের আলাপ হয়েছে।
যদিও শাবনূর এ ব্যাপারে স্পষ্ট কিছু কারো কাছে বলেন নি। তাই তার ‘ক’ বলাকে অনেকে ‘কলকাতা’ মনে হচ্ছে। যেহেতু শাবনূর গল্প পড়েছেন এবং সেটার সূত্র ধরে বললে ছবি করবেন তবে সেটার জন্য তাকে অবশ্যই অন্তত মাস পাঁচেক সময় নিতে হবে। তবে অজয় দেবগানের সঙ্গে করবেন এমন ভাবনার জাল বুনে লেখা খরচ না করলেও চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close