বিনোদন

অঞ্জন আইচের দ্বিতীয় চলচ্চিত্র ‘কানামাছি’

Spread the love

শেরপুর ডেস্ক: নাট্যনির্মাতা অঞ্জন আইচ সম্প্রতি নির্মাণ করেছেন ‘আগামীকাল’ নামের একটি চলচ্চিত্র। এটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতা সূত্রে জানা যায়, ‘আগামীকাল’ এখন সম্পাদনা টেবিলে রয়েছে। অপরদিকে তিনি জানিয়েছেন, ‘কানামাছি’ শিরোনামে আরেকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘কানামাছি’র টেবিলওয়ার্ক চলছে। চূড়ান্ত হয়েছে শিল্পি নির্বাচন। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন ইমন ও সূচনা আজাদ সঙ্গে থাকছে আখম হাসান, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী, আরফান আহমেদ, মাহবুব শাহীন সহ আরও অনেকে। ছবির গল্প সম্পর্কে অঞ্জন আইচ বলেন, ‘এটি একটি কমেডি ধাচের মুভি, প্রায় সম্পূর্ণটাই কমেডি। একটি ট্যুর কোম্পানির গাইড ও তার টিমে থাকা অন্যান্য সদস্যদের নিয়ে আবর্তিত হয় গল্পটি। চমক হিসেবে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জাকিয়া বারী মম। আশাকরি সিনেমাপ্রেমীরা নতুন কিছু পাবেন। বিডিবক্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ছবিটি আসছে নতুন বছরের মার্চের শুরুর দিকে নেপালে শুটিং হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close