দেশের খবর

তারেক ক্ষমা না চাইলে বিএনপির ভবিষ্যৎ নেই : কাদের সিদ্দিকী

Spread the love

শেরপুর ডেস্ক: হাওয়া ভবনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে ক্ষমা না চাইলে দলটির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার জাতীয় প্রেসকাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘হাওয়া ভবনের জন্য যতণ পর্যন্ত তারেক রহমান মানুষের কাছে জোড়হাত করে মা না চাইবে এবং মানুষ যতণ পর্যন্ত তাকে মা না করবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। হাওয়া ভবনের কথা বাংলার মানুষ কখনো ভুলবে না।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুর একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহচরের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, সেই ঐক্যফ্রন্ট মানুষকে দিশা দিতে পারবে। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগেই দেখলাম ঐক্যফ্রন্টের নেতা আমাদের ড. কামাল হোসেন নয়, ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘আমি বিএনপির নেতৃত্বে অথবা আওয়ামী লীগের নেতৃত্বে এখন আর বেহেশতে যেতে রাজি না। আগেও বলেছিলাম জামায়াতের সঙ্গে আমি বেহেশতে ও নরকে বসবাস করতে রাজি না।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close