তিন চলচ্চিত্রে পূর্ণিমা বৃষ্টি
শেরপুর ডেস্ক: সময়ে দর্শক এবং নির্মাতাদের দৃষ্টি কেড়েছেন পূর্ণিমা বৃষ্টি। প্রায় চল্লিশটি বিজ্ঞাপনে মডেল হওয়ার পাশাপাশি অনেক নাটক এবং মিউজিক ভিডিওতে কাজ করেও প্রশংসিত হয়েছেন তিনি। এরইমধ্যে তিনটি সিনেমার কাজও শেষ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’। এই সিনেমা দশটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে। দশটি গল্পের একটির কেন্দ্রীয় চরিত্র পারুল। সেই চরিত্রেই অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। এ ছাড়াও আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের জন্য আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
একটি মধুসূদন মিহির চক্রবর্তীর ‘কলঙ্ক’ এবং অন্যটি অনিক রহমানের ‘বুমেরাং’। পূর্ণিমা বৃষ্টি একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসা পেতে চান। তিনি বলেন, যেহেতু বলা যায় অভিনয়ই এখন আমার পেশা, তাই একজন ভালো অভিনেত্রী হতে চাই আমি। দর্শক যেন আমার অভিনয়ের প্রশংসা করেন, দর্শকের ভালোবাসা নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চাই। সারা জীবন অভিনয়ই করে যেতে চাই এবং জীবনের শেষ বয়সে শ্রদ্ধেয় দিলারা জামানের মতো একজন ব্যক্তিত্বসম্পন্ন শিল্পীতে নিজেকে পরিণত করতে চাই। পূর্ণিমা নাটকেও নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে তিনি মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’-এ অভিনয় করছেন। এ ছাড়াও তিনি অভিনয় করছেন ফরিদুল হাসানের ‘সুলতান ভাই’ ধারাবাহিকে। এরইমধ্যে বেলাল খানের তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন পূর্ণিমা বৃষ্টি। যার মধ্যে প্রকাশিত ‘কী করে ভুলি তোমায়’ গানটি সতেরো লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় প্রথম ‘বার্জার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন এ পর্দাকন্যা। এরপর আরো প্রায় চল্লিশটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।