ধুনটে স্বাধীন জীবনের তাল বীজ রোপনের কার্যক্রম শুরু
ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রকৃতির ভারসাম্য রায় ও বজ্রপাত, জলবায়ু মোকাবেলায় বগুড়ার ধুনট উপজেলায় তাল বীজ রোপন কার্যক্রম শুরু করেছে স্বাধীন জীবন নামে একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার দুপুরের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী তিনমাথা এলাকায় রাস্তার পাশে তাল বীজ রোপনের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। বজ্রপাত প্রতিরোধে উপজেলার হিজুলী, রুদ্রবাড়িয়া ও সাগাটিয়া গ্রামে সড়কের দুই পাশ দিয়ে তালের বীজ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের অবসরপ্রাপ্ত অধ্য শামসুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম, ধুনট প্রেসকাবের সভাপতি রফিকুল আলম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, হিজুলী-সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শফিকুল ইসলাম, স্বাধীন জীবন সংগঠনের কোষাধ্য টিটু সরকার এবং সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।