স্থানীয় খবর
বগুড়ায় একাধিক মামলার দুই আসামী ইয়াবাসহ গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৫০ পিস ইয়াবা সহ একাধিক মামলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন বগুড়া সদরের এরুলিয়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে নুরুল আমিন ওরফে রুহুল (৪৫) এবং সুলতানগঞ্জ পাড়া আলী সোনার লেন এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে চায়না খোকন(৩৬)।
জানাযায় বুধবার সকাল সোয়া নয়টায় শিববাটি কটনমিল গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে চায়না খোকনের নামে একটি হত্যা সহ ৫টি মামলা এবং রুহুলের নামে ৬ টি মামলা চলমান রয়েছে বলে জানান পুলিশ। ফুলবাড়ি ফাঁড়ির ইনর্চাজ শফিকুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া রুহুল এবং চায়না খোকন পেশাদার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।