স্থানীয় খবর

মহিপুর উচ্চ বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে মহিপুর উচ্চ বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার (২১ডিসেম্বের) বিকেলে অগ্রণী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ে অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ ফরজ আলী। এসময় অগ্রণী ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক কৃষিবিদ মো. খাদেমুল ইসলাম এসপিও, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আফরিক, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মোছা. সেলিনা আকতার, শিক্ষক মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ ফরজ আলী এই নতুন কম্পিউটার ল্যাব যথাযথ সদ্ব্যবহারের জন্য বিদ্যালয়ের শিক-শিার্থীদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, এই ল্যাব থেকে বিদ্যালয়ের শিক-শিার্থীরা তাদের লেখাপড়া ও গবেষণায় অনেক উপকৃত হবেন। ডিজিটাল ও তথ্য-প্রযুক্তি শিার ব্যাপারে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাত ব্যক্ত করেন তিনি। জনাব ফরজ আলী বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যেই এই বিদ্যালয়টিতে আধুনিক ল্যাব স্থাপন করা হলো। বিশ্বায়নের যুগে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা যাতে আন্তর্জাতিক মানের কম্পিউটার জ্ঞান অর্জন করতে পারেন। এছাড়া এই ল্যাবে শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে কম্পিউটার সংশ্লিষ্ট কাজও করতে পারবেন। অগ্রণী ব্যাংকের এটি তারই একটি প্রয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close