নন্দীগ্রামে ইয়াবা সহ খোকন গ্রেপ্তার
নন্দীগ্রাম(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খোকন হোসেন (২৫) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ভাগবজর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হচ্ছে, এমন খবর পায় পুলিশ। তবে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে শুধু খালিদ হাসান খোকনকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, ‘গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’