স্থানীয় খবর

বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

Spread the love

 

বগুড়া প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি’র আগামী  ২৬ সেপ্টেম্বর বগুড়ায় আগমন উপলক্ষে বগুড়া জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বগুড়া জেলা পুলিশের সভাকে অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আরিফুর রহমান মন্ডল পিপিএম(বার) এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোকবুল হোসেন এর পরিচালনায় এ প্রস্তুতিমূলক সভায় কমিউনিটি পুলিশিং এর বগুড়া জেলার সভাপতি মোজাম্মেল হক লালু, সদস্য সচিব শাহাদত আলম ঝুনু, দুপচাঁচিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব ফজলুল হক, কাহালু উপজেলার সভাপতি আব্দুস সালেক তোতা, শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক সহ বিভিন্ন উপজেলার সভাপতি সম্পাদকগণ বক্তব্য রাখেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার(আদমদীঘি সার্কেল) কেএইচএম এরশাদ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সিপিও উপস্থিত ছিলেন। সভায় বগুড়া জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close