নাটকে আলোচিত অভিনেত্রী যারা
শেরপুর ডেস্ক: নুসরাত ইমরোজ তিশা
পর্দা বিভাজনে অভিনয়শিল্পীদের পরিচয়েও ভিন্নতা আসে। তবে সেসব পেরিয়ে এসেছেন নুসরাত ইমরোজ তিশা। একদিকে নাটকে বরাবরের মতো যেমন নিয়মিত রয়েছেন তেমনি বড়পর্দাতেও সরব তিনি। পাশাপাশি এ বছর হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। কোনো তুলনা নয়, তিশা যেন নিজেস্ব গতিতেই ক্যারিয়ারে সফলতার এক সুন্দর বুনন বুনেছেন। বছরের শেষেও মুক্তি পায় তার একটি সিনেমা। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি নাটক।
চরিত্র নির্বাচনে সচেতন সাফা কবির
এ বছর ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন সাফা কবির। নাটকে চরিত্র নির্বাচনের বিষয়ে এবার বেশ সচেতন ছিলেন তিনি। তাই অনেকগুলো ভিন্ন চরিত্রে দেখা গেছে সাফাকে। শুধু নাটকেই নয়, সাফার ‘গণ কেইজ’ শিরোনামে একটি ওয়েব সিরিজও বেশ জনপ্রিয়তা পায়। বছর শেষে মিউজক ভিডিওতে কাজ নিয়ে নতুন করে আলোচনায় আসেন সাফা। এর অন্যতম কারণ অমিতাভ রেজার প্রথম মিউিজক ভিডিও এটি। তবে ভক্তরা এবার তাকে বড়পর্দায় দেখার অপোয় আছেন।
রোমান্টিক নাটকের বাইরেও মেহজাবীন
রোমান্টিক নাটকের জন্যই দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা মেহজাবীনের। যদিও ভক্তরা নিয়মিত এই ইমেজের বাইরেও দেখতে চেয়েছিলেন তাকে। সেই ইচ্ছা এ বছর অনেকটাই পূরণ করেছেন মেহজাবীন। তবে বড়পর্দায় তার কাজের খুব একটা আগ্রহ দেখা যায়নি এবারো। নাটকের বাইরে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কয়েক মাস আগে আলোচিত হন তিনি। তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাখ্যাও করেন। আগামীবছরও বেশ ব্যস্ততায় কাটবে তার।
একই ইমেজে তানজিন তিশা
নাটকের এই সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। বছরজুড়ে যেমন তার ব্যস্ততা থাকে তেমনি বিশেষ দিবস এলে তো কথাই নেই। তবে এখন পর্যন্ত তিশা মানেই রোমান্টিক নাটক। যেখানে গতানুগতিক রোমান্টিক নাটক নিয়মিতই সমালোচনা আসছে। তবে সে যাই হোক না কেন, তিশা নিজের নিয়মিত পথে সফলতার সঙ্গেই রয়েছেন। এক সময় মডেলিংয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক করলেও গতবছর থেকে পুরোদমে নাটকে ব্যস্ত তিনি। তাই একই ইমেজে থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনিও।
জনপ্রিয়তার নতুন মুখ ফারিন
অভিনয়ের চেয়ে হাসির কারণেই আলোচিত বেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন। তবে অভিনয়েও প্রশংসিত তিনি। প্রতিবছরই নতুন কয়েকজন মুখ আলোচনায় থাকেন ছোটপর্দায়। সেই তালিকায় এ বছরের অন্যতম ফারিন। শুধু নাটকেই তার ব্যস্ততা নয়, মিউজিক ভিডিওতেও নিয়মিত দেখা যায় তাকে। পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যায় তাকে। ২০১৭ সালে ক্যারিয়ার শুরু হলেও বলা যায় তার ক্যারিয়ার নতুন মোড় নেয় এই বছর। প্রায় প্রতিদিনই নতুন কাজ নিয়ে কথা বলা ও শুটিংয়ে নিয়মিত ব্যস্ততা শুরু হয়েছে তার। এই জনপ্রিয়তায় আগামীবছর কাজের পরিধি আরো বাড়বে ফারিনের।
সাবাহ থেকে ‘ঝুমুর’
নাটকে অভিষেক হয়েছে গত বছর। মাঝে মাঝে নাটকের বিভিন্ন চরিত্রে দেখা গেলেও ‘ফ্যামিলি ক্রাইসিস’ শিরোনামে এনটিভির একটি ধারাবাহিক নাটক দিয়ে বেশ আলোচনায় আসেন সারিকা সাবাহ। নাটকে ‘ঝুমুর’ চরিত্রে দেখা যায় তাকে। চরিত্রের নাম দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয় তার যে, সাবাহ নামের চেয়ে ঝুমুর নামেই এখন পরিচিত তিনি। এই অবস্থায় নিজের নাম নিজেই যেন ভুলতে বসেছেন সাবাহ। ছোটপর্দার পাশাপাশি ইউটিউবের হিট তারকার তালিকাতেও রয়েছেন সারিকা সাবাহ।