শেরপুরে ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে এক ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. আব্দুল মান্নান টগর (৫৮)। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা (হরিখা পুকুরপাড়) গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে কয়েকশ’ গজ দূরে অবস্থিত মাঠের একটি আলু তে থেকে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভ্যান চালক আব্দুল মান্নান টগর গত রোববার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজিও করেন। একপর্যায়ে গ্রামের একটি আলু েেতর মধ্যে ওই ভ্যান চালকের লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, শ্বাসরোধ করে ওই ভ্যান চালককে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ নিহতের একটি চোখ উপড়ানো এবং গলায় আঘাতের চিহৃ রয়েছে। হয়তো দুর্বৃত্তরা তাকে অন্য জায়গায় হত্যার পর এখানে এনে আলু েেতর মধ্যে তার লাশ ফেলে রেখে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, একাধিক বিষয়কে সামনে রেখেই তদন্ত কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যেই এই ভ্যান চালক নিহত হওয়ার রহস্য উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উক্ত ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।