বিনোদন

‘জেভদেত’ হয়ে আসছেন ‘সুলতান সুলেমান’

Spread the love

শেরপুর ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দারুণ জনপ্রিয় টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’। ‘সুলতান সুলেমান : দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’ এই সিরিজে সুলতান সুলেমান চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় খালিদ এরগেঞ্চ।
সেই খালিদ ফিরছেন এবার নতুন চরিত্রে, নতুন গল্পে। তুর্কী এই সিরিয়ালের নাম ‘ভাতানিম সেনসিন’। বাংলায় ডাব করা সিরিজটির নাম ‘জননী জন্মভূমি’। সপ্তাহে সাত দিন রাত সাড়ে ৯ টায় এটি প্রচার হবে দীপ্ত টিভিতে।
এতে খালিদ এরগেঞ্চকে দেখা যাবে সাহসী বীর মেজরের ভূমিকায়। যার নাম ‘জেভদেত’। তুরস্ক থেকে বহিরাগত শত্রুদের তাড়াতে বুদ্ধি ও শক্তির খেলায় মেতে উঠবেন তিনি। নাটকে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বেরগুজার কোরেল। বাস্তব জীবনেও খালিদ ও বেরগুজার স্বামী-স্ত্রী।
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে ‘সেভরেস চুক্তির’ মাধ্যমে গ্রীকরা ইযমির ফিরে পায় যা প্রায় ৪০০ বছর অটোম্যানদের অধীনে ছিল। তৎকালীন গ্রিক জেনারেল, জেনারেল ভাসিলি ইজমির পুনর্গঠনের দায়িত্ব প্রদান করেন জেভদেত নামের একজন অটোম্যান মেজরের ওপর। যিনি একটা গোপন মিশন বাস্তবায়নের জন্য গ্রিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। ইজমির থেকে গ্রিকদের, আইনতাপ থেকে ফরাসিদের আর রাজধানী থেকে বৃটিশদের হটিয়ে দেওয়ার পরিকল্পনা এখান থেকেই শুরু হয়।
গল্পে দেখা যাবে, ১৯১২ সালের প্রথম বলকান যুদ্ধে সেলানিকের পতনের পর আহত অবস্থায় জেভদেত গ্রিক বাহিনীর হাতে বন্দী হয়। অন্যদিকে দাঙ্গার কারণে সেলানিক থেকে ইজমিরে চলে আসে জেভদেতের পরিবার। ৭ বছর পর গ্রিক বাহিনীর কমান্ডার হিসেবে ইযমিরে আসে জেভদেত। কিন্তু তার এই নতুন পরিচয় মেনে নেয় না মা হাসিবে, স্ত্রী আজিজে, ছেলে আলি কেমাল ও মেয়ে হিলাল। গ্রিকবাহিনীর কমান্ডারের ছদ্মবেশে একদিকে মুক্তিকামীদের সংগ্রাম অন্যদিকে পরিবার আর তুর্কী সমাজের সঙ্গে জেভদেতের দূরত্ব, ইত্যাদি নানা ঘটনা অবলম্বনে গল্প এগিয়ে যেতে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close