ভ্রমনে অনুমতি নেই অমিতাভের
শেরপুর ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকের জন্য এ বছর মনোনীত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সোমবার দেশটির ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলিউড ‘শাহেনশাহ’র এ সম্মাননা গ্রহণ করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানটিতে যেতে পারেন নি।
বিষয়টি জানিয়ে এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন লেখেন, আমি জ্বরে আক্রান্ত। কোথাও ভ্রমণের অনুমতি নেই। তাই দিল্লিতে আয়োজিত জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে অংশ নিতে পারছি না। আমার দুর্ভাগ্য। দুঃখ প্রকাশ করছি। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি লিভারের পুরনো সমস্যায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন। অবশ্য হাসপাতালে মাত্র চারদিন চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। তখন তার ৫ কেজি ওজন কমেছে বলে তিনি নিজেই জানিয়েছেন।
১৯৪২ সালে ১১ অক্টোবর ভারতের এলাহাবাদে জন্ম জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্থানি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা করেন বলিউড শাহেনশাহ। এরপর একে একে ‘আনন্দ’, ‘জঞ্জির’, শোলে’, ‘অগ্নিপথ’, ‘দিওয়ার’, ‘কাভি কাভি’, ‘সিলসিলা’ ‘বø্যাক’ ‘সরকার’, ‘পিকু’র মতো আরও অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৬৯ থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দিচ্ছি ভারত সরকার। সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্নার মতো কিংবদন্তীরা এ সম্মাননা পেয়েছেন।