দেশের খবর

চীন থেকে আসছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ

Spread the love

শেরপুর ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর জন্য গণচীনে নির্মিত দুটি ফ্রিগেট ওমর ফারুক ও আবু উবাইদাহ বাংলাদেশের উদ্দেশে সোমবার (২৩ ডিসেম্বর) চীনের সাংহাই সেনজিয়ান শিপইয়ার্ড ত্যাগ করেছে। গত ১৮ ডিসেম্বর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর উপস্থিতিতে পলিটেকনোলজি ইন্ডাস্ট্রি কোম্পানির প্রতিনিধি সাংহাইয়ের সেনজিয়ান শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
নৌবাহিনী সদর দফতর জানিয়েছে, নতুন এ যুদ্ধজাহাজ দুটি নৌবহরে অন্তর্ভুক্তির মাধ্যমে নৌবাহিনীর অপারেশনাল সমতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও নির্দেশনায় নৌবাহিনী আজ আধুনিক, ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে বিশ্বদরবারে আত্মপ্রকাশ করেছে। নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবেই এ দুটি যুদ্ধজাহাজ সংযোজিত হতে যাচ্ছে। আধুনিক এই যুদ্ধজাহাজ দুটির প্রতিটি দৈর্ঘ্যে ১১২ মিটার এবং প্রস্থে ১২.৪ মিটার যা ঘণ্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে সম। প্রতিটি জাহাজ বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত। এছাড়া অন্যসব আধুনিক সমরাস্ত্রের পাশাপাশি জাহাজে রয়েছে সমুদ্রে উদ্ধার তৎপরতা, সন্ত্রাস ও জলদস্যু দমন এবং চোরাচালান বিরোধী নানাবিধ অপারেশন পরিচালনার সমতা। জাহাজ দুটি দেশের জলসীমার সার্বভৌমত্ব রার পাশাপাশি দূর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা, অবৈধ মৎস্য নিধন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, জেলেদের নিরাপত্তা বিধানসহ বর্তমান সরকারের ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধজাহাজ দুটি আগামী মাসে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close