অর্ষার সৌভাগ্য
শেরপুর ডেস্ক: গান লিখেছেন কবির বকুল সেই গানের সুর করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা আর গানে কন্ঠ দিয়েছেন আশা ভোসলে, এমন গানের মিউিজিক ভিডিওতে মডেল হতে পারা সৌভাগ্যই বলা চলে। এমনি সৌভাগ্য হল অভিনেত্রী অর্ষার। গেলো ১৩ ডিসেম্বর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ষা অভিনিত ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ শিরোনামের এ গানের মিউজিক ভিডিও। অর্ষা’র ভাষ্যমতে ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ শিরোনামের গানটিতে মডেল হওয়ার প্রস্তাব আসা মাত্রই তিনি কাজ করতে সম্মতি জানান। গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ।
গানটিতে কাজ করা প্রসঙ্গে অর্ষা বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে রুনা আপার সুরে আশা জি’র গানের মডেল হতে পেরেছি। মিউজিক ভিডিওটির নির্মাতা পলকের সেঙ্গ এটাই আমার প্রথম কাজ হলেও পুরো ইউনিট এতোটাই আন্তরিক ছিলো যে আমি কাজটি করার সময়ই ভীষণ উপভোগ করেছি। আমার অবস্থান থেকে আমি আমার চরিত্রের মধ্যদিয়ে গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি প্রকাশ হবার পর গানটির জন্য বেশ সাড়া পাওয়া শুরু করি। সবাই আমার অভিনয়ের বেশ প্রশংসা করছেন। এরইমধ্যে রুনা আপার সঙ্গে আমার কথা হলো, তিনিও বলেছেন যে মুম্বাইয়ের অনেকেই বিশেষত শ্রদ্ধেয় আশা জি’ও নাকি কাজটি পছন্দ করেছেন। এটা শুনে মনটা ভরে গেলো। অনেকদিন পর মিউজিক ভিডিও করে এতোটা সাড়া পাবো ভাবতে পারিনি।’