বগুড়া পৌর কাউন্সিলর মোস্তাকিম সাময়িক বরখাস্ত
বগুড়া সংবাদদাতা: বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বগুড়া পৌরসভার সচিব মোঃ রেজাউল করিম জানান, মঙ্গলবার মন্ত্রনালয়ের পৌর ১ শাখার উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন গত ১৯ ডিসেম্বর স্বারিত এক চিঠিতে পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমানকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়েছে। চিঠির একটি অনুলিপি কাউন্সিলর মোস্তাকিম রহমানকেও দেয়া হয়েছে। তিনি আরো বলেন, চিঠিতে বলা হয়েছে, যেহেতু ওই কাউন্সিলরের বিরুদ্ধে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শাহজাহান আলীকে মারপিটের ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হয়েছে। সে কারনেই স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী জানান, প্রায় ৫ মাস আগে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শাহজাহান আলীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করার মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। চার্জশীটে কাউন্সিলর মোস্তাকীমের নাম রয়েছে।