শাজাহানপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিা ক্রীড়া সমিতির আয়োজনে বগুড়ার শাজাহানপুরে ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিা অফিসার তৌফিক আজিজের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, রাণীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্য আবু জাফর আলী। উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান জোয়ারদার, সহকারি উপজেলা মাধ্যমিক শিা অফিসার জাহাঙ্গীর হাসান, প্রধান শিক আব্দুল আজিজ, মোনাইম হোসেন, সহকারি প্রধান শিক রেজাউল হাসান, আমরুল ইউনিয়ন আওয়াামীলীগের সাধারণ সম্পাদক ছানাউল হক, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, যুবলীগ নেতা ইমাম হোসেন, শাহাদত হোসেন প্রমুখ।