দেশের খবর

সরকারের উন্নয়নের লক্ষ্য গ্রামকেন্দ্রিক: প্রধানমন্ত্রী

Spread the love

শেরপুর ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল জনগোষ্ঠীকে সুফল দিতে সরকারের গ্রামকেন্দ্রিক উন্নয়ন প্রকল্প নেওয়ার কথা তুলে ধরে বলেছেন, সরকারের উন্নয়নের লক্ষ্য হচ্ছে গ্রামকেন্দ্রিক, যাতে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী এর সুফল পায়। মঙ্গলবার বিকেলে গণভবনে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের সঙ্গে বিদায়ী সাাতে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, সাাৎকালে দেশের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রবৃদ্ধি এখন ৮ দশমিক ১৫ শতাংশ, মাথাপিছু আয় ১৯০৯ ইউএস ডলার এবং দারিদ্র্যের হার কমে ২০ শতাংশে নেমে এসেছে। এসময় বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এ উন্নয়ন সম্ভব হয়েছে। ডেভরিম ওজতুর্ক বাংলাদেশে তার দেশের বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরে বলেন, তুরস্ক বাংলাদেশে বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগে করতে চায়। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের মতো ভ্রাতৃপ্রতীম দেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। দু’দেশ নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ে প্রস্তুত বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। সাাৎকালে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন ও সহযোগিতার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close