নন্দীগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১
নন্দীগ্রাম(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে প্রতিপরে হামলায় একই পরিবারের ৫ জন আহতের ঘটনায় ১ জন নিহত হয়েছে। নিহত শাহীন আলম রাজশাহী জেলার বাঘমারা উপজেলার যুগিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা যায় গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার জামালপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে সাজ্জাত হোসেন, রহমত আলী, সাখোওয়াত ও মানিকসহ ৫-৬ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপ প্রতিবেশী খোরশেদ আলম, স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে মামুনুর রশিদ, মেয়ে খাদিজা খাতুন ও ভাগ্নি জামাই শাহিন আলম এর ওপর হামলা করে গুরুতর আহত করে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদের মধ্যে শাহীন আলম চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মারা যায়।
এ ঘটনায় গত শনিবার (২১ ডিসেম্বর) নন্দীগ্রাম থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ১২ জন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমার নিহতর ঘটনা নিশ্চিত করে বলেন এ মামলায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।