খেলাধুলা
জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ
শেরপুর ডেস্ক: জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এদিন জিম্বাবুয়েকে ৩৯ রানে হারালো সাকিব আল হাসানের দল। ফাইনালে তাদের সঙ্গী আফগানিস্তান।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান করে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। এই হারে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। পরের ম্যাচে আফগানিস্তানের বিপে জিতলেও তাদের পয়েন্ট হবে ২। যা ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট হবে না।