শেরপুরে পল্লী বিদ্যুতের ‘গ্রাহক সেবায় উঠান বৈঠক’ অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে পল্লী বিদ্যুতের ‘গ্রাহক সেবায় উঠান বৈঠক’ শীর্ষক মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া পল্লী বিদুৎ সমিতি-২ শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সৌর বিদ্যুত চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রদান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস। এছাড়া অন্যদের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মো. আকরাম হোসেন, ডিজিএম (কারিগরী) প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, এজিএম (সদস্য সেবা) মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সৌর বিদুৎ চালিত সেচ পাম্পের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সৌর বিদুৎ চালিত সেচ পাম্পের আবেদন গ্রহণ করেন। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার বিশেষ অনুদানে এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহয়তায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে দশটি জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দুই হাজার সোলার সাবমারসিবল সেচ পাম্প স্থাপনের কার্যক্রম গ্রহন করেছে।