শেরপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শহর প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর প্রেসকাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির স্থানীয় সংবাদদাতা আব্দুল মান্নান।
শেরপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্যদেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, প্রেসকাবের দপ্তর সম্পাদক আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক সুমন প্রামাণিক, জাহাঙ্গীর ইসলাম, শহিদুল ইসলাম শাওন, রাশেদুল হক, আবু বকর সিদ্দিক, উৎপল মালাকার, অশোক কুমার, মাহফুজ আহমেদ সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন। শেষে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।