দেশের খবর

সফলতা আছে বলেই ইভিএমে ভোট: সিইসি

Spread the love

শেরপুর ডেস্ক: সফলতা আছে বলেই ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা উত্তর ও দণি সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ইভিএমের ওপর কর্মকর্তারা প্রশিণ নিয়ে দতা অর্জন করেছেন উল্লেখ করে সিইসি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইভিএমে টিকে আছি। আপনারা অনেকে ইভিএমে নির্বাচন করেছেন। ইভিএম নির্বাচন পরিচালনায় কোনও অসুবিধা নেই। এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সফলভাবে করা যায়।’
কে এম নূরুল হুদা বলেন, ‘যদি সবাই বলেন ইভিএম দিয়ে ভালোভাবে নির্বাচন করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করবো না।’ জাতীয় নির্বাচন সহ বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি। সব নির্বাচনে সফলতা ছিল বলেই এর (ইভিএমের) ব্যবহার।’
ভোটারদের প্রসঙ্গ টেনে কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ভোটাররা যেন তার অধিকার প্রয়োগ করতে পারেন। ভোটাররা যেন পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন।’
সিইসি বলেন, ‘এই দুই সিটির ভোট ইসির জন্য চ্যালেঞ্জিং। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দল দেখে প্রার্থীদের প্রতি আচরণ করা যাবে না।’
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘সারা দেশের চোখ কান খোলা থাকে। দায়িত্ব পালনে সাহসী ভূমিকা পালন করতে হবে। ভয়ভীতি দেখিয়ে নির্বাচন পরিচালনায় কোনও ব্যত্যয় ঘটবে না। কঠোরভাবে কাজ করতে হবে। কার কী রাজননৈতিক পরিচয় তা না দেখে দায়িত্ব পালন করতে হবে নিরপেভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close