বগুড়ায় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের ৩৫ বছর পূর্তি
বগুড়া সংবাদদাতা: বগুড়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের ৩৫বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলে বুধবার বিকেলে শহরের এক আনন্দ র্যালি বের করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি টিএমএসএস উপ নির্বাহী পরিচালক রোটা.ডা. মতিয়ার রহমান,উদ্বোধক বগুড়া বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া এপিবিএন-৪ সহ-অধিনায়ক আবু সাঈদ, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ এর অধ্য এ টিএম মোস্তফা কামাল ,ডিইও হযরত বেলাল, এপিবিএন-৪ অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন,সহকারী প্রধান শিক ফজলুল হক, মাহফুজুর রহমান জুয়েল, বগুড়া বিশ্ব সাহিত্য কেন্দ্র এর উপদেষ্টা ডা. আরশাদ সায়ীদ। অনুষ্ঠঅনে আরোও উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহবায়ক আব্দুস হান্নান,সদস্য সচিব এটি এম রাশেদুল ইসলাম, প্রাক্তন শিার্থী ডা. শফিক আমিন, সৈকত,আউয়াল, রিয়ন, রিফাত,বর্ষা,জেরিন, রবিউলসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।