বগুড়া প্রেসক্লাবের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ মাসুদ একাদশ চ্যাম্পিয়ন
বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ মাসুদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় শহীদ চান্দু একাদশকে ১২ রানে পরাজিত করে। এর আগে সকাল ১০ টায় শহীদ চান্দু ষ্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বগুড়া প্রেসকাবের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন। ক্রীড়া উপকমিটির সদস্য আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, কাবের ক্রীড়া সম্পাদক জাফর আহম্মেদ মিলন, নোভা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এসময় সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, কাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, আরিফ রেহমান, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সাগর কুমার রায়, বিএফইউজের যুগ্ম মহাসচিব জিএম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সা: সম্পাদক জেএম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সা: সম্পাদক গনেশ দাস, কাবের সহ সভাপতি নাজমূল হুদা নাসিম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রানা, এস এম কাওছার, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্য আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন পল্লব, ক্রীড়া উপকমিটির সদস্য তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু ও মেহেরুল সুজন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মমিনুর রশিদ সাইন, সা: সম্পাদক আব্দুর রহিমসহ কাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে প্রাণদানকারী বগুড়ার বীর শহীদ চান্দু, শহীদ খোকন, শহীদ মাসুদ ও শহীদ টিটু নামে চারটি দলে বিভক্ত হয়ে সদস্যগণ খেলায় অংশগ্রহণ করেন। প্রথম খেলায় শহীদ মাসুদ একাদশ ও ২য় খেলায় শহীদ চান্দু একাদশ বিজয়ী হয়। পরে ফাইনাল খেলায় শহীদ মাসুদ একাদশের মাহমুদুল আলম নয়ন, সাগর কুমার রায়, আমিনুল ইসলাম মুক্তা, সাখাওয়াত হোসাইন জনি’র ব্যাটিং এ তারা শহীদ চান্দু একাদশ কে ৮৯ রানের টার্গেট দেয়। ব্যাট করতে নেমে শহীদ চান্দু একাদশের এইচ আলিম, শাওন রহমান, মাসুদুর রহমান রানার দৃঢ়তায় তারা ৬৭ রান তুলতে সম হয়। খেলায় ১২ রানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হন শহীদ মাসুদ একাদশ। খেলায় ম্যান অব দি ম্যাচ সাখাওয়াত হোসাইন জনি ও ম্যান অবদি সিরিজের পুরস্কার পেয়েছেন সাগর কুমার রায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া প্রেসকাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন। খেলা পরিচালনা করেন আরমান ও রাহি। খেলায় ধারা বর্ননা দেন চপল সাহা, আব্দুস সালাম বাবু, ফরহাদ শাহী।প্রেস রিলিজ