দেশের খবর

দেশে গণতন্ত্র আছে, বিএনপিতে নেই : সেতুমন্ত্রী

Spread the love

শেরপুর ডেস্ক: দেশে গণতন্ত্র আছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। বুধবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপি’র ঘরে ও তাদের দল। যে দলের ভিতরেই গণতন্ত্র নেই, সে দল কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?’
ঢাকা উত্তর ও দণি সিটি করপোরেশনের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘ইভিএম হচ্ছে সর্বজন স্বীকৃত আধুনিক পদ্ধতি। এতে সুষ্ঠু নির্বাচন হয়। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যেখানে ইভিএম’র মাধ্যমে ভোট হয়েছে সেখানে বিএনপি জিতেছে। তাই ইেলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হলে কারো অসুবিধা নেই। এ পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের নিশ্চয়তা রয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন ভূমিকা পালনে সরকারের প থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close