স্থানীয় খবর
শেরপুরে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক শহিদুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজা, পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার সেলিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলেখা বেগম প্রমূখ। শেষে মা ও শিশুদের বিভিন্ন প্রকার চিকিৎসা প্রদান করা হয়।