মুজিববর্ষ টি-টোয়েন্টিতে আসছেন ৫ ভারতীয় ক্রিকেটার!
শেরপুর ডেস্ক: মুজিববর্ষ উপলে সামনের বছর বাংলাদেশে অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন ৫ ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যুগ্ম সচিব জায়েশ জর্জ বিষয়টি নিশ্চিত করেন। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ল্েয এশিয়ার ক্রিকেট দেশগুলোর কাছে খেলোয়াড় পাঠানোর অনুরোধ করেছে বিসিবি। বাংলাদেশে অনুষ্ঠেয় ম্যাচগুলো মার্চের ১৮-২২ তারিখের মধ্যে হবে।
ভারতের মোট সাতজন খেলোয়াড়কে পাঠাতে অনুরোধ করে বিসিবি। তারা হলেন, মহেন্দ্র সিং দোনি, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার এবং রোহিত শর্মা। বিসিসিআই পাঁচজন খেলোয়াড়কে প্রেরণের বিষয়ে নিশ্চিত করেছেন। তবে কারা কারা আসবেন সেটি এখনো জানায় নি।
বিসিসিআইয়ের যুগ্ম সচিব জায়েশ জর্জ সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের বোর্ড ৫ জন ক্রিকেটারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলাদেশে কোন ৫ ক্রিকেটারকে পাঠানো হবে সে সিদ্ধান্ত নিবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।’ তবে ভারতীয় দলের নিয়মিত সদস্যরা আসতে পারবেন কিনা সেটি সংশয়ে রয়েছে। কারণ, ঐ সময় ভারতীয় দলের দণি আফ্রিকার বিপে ওয়ানডে সিরিজ রয়েছে। সিরিজটি শেষ হবে ১৮ তারিখ। যেদিন কিনা টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি সুজন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলে বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্চের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে ম্যাচগুলো মাঠে গড়াবে। এশিয়ার প্রতিটি দলকে আমরা কয়েকজন খেলোয়াড় পাঠানোর অনুরোধ করেছি। খেলোয়াড়েরা ব্যস্ত না থাকার উপর নির্ভর করছে কোন দেশ থেকে কয়জন খেলোয়াড় আসবেন।’