শেরপুর সাহিত্য চক্রের পাক্ষিক অধিবেশনে কাব্যগ্রন্থ “বিষন্নতার স্বপ্নবীজ” এর মোড়ক উন্মোচন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৫৮১ তম পাক্ষিক অধিবেশন বর্ষীয়ান কবি মুহম্মদ রহমতুল বারীর সভাপতিত্বে “শেরপুর টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এর হলরুমে ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতেই প্রধান অতিথি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এর হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। প্রধান অতিথির হাতে কিছু বই তুলে দেন সংগঠনের আহ্বায়ক সুলতান মাহমুদ রনি। এরপর মো. আব্দুস সামাদ রচিত কাব্যগ্রন্থ “বিষন্নতার স্বপ্নবীজ”-এর মোড়ক উন্মোচন করা হয়। স্বরচিত লেখা পাঠ করেন- মুহম্মদ রহমতুল বারী, মো. শহীদুল ইসলাম, ডা. মিজানুর রহমান, লতিফ আদনান, মতিউর রহমান মিলন, কে. এম. সাইফুল ইসলাম, নীলমাধব পাল, মো. আব্দুস সামাদ, মো. আবু সাঈদ ফকির, সুশীল চন্দ্র পাল, পংকজ সাহা, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, নুসরাত ফারহানা, জামিল নবাব, সুমন মোহন্ত, শিমন রহমান, মেহেদী হাসান মুকুল প্রমুখ। মো. আব্দুস সামাদ রচিত কাব্যগ্রন্থের উপর আলোচনায় অংশগ্রহণ করেন- প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, ডা: আমিরুল হোসেন চৌধুরী,মো. আব্দুল হালিম খোকন। সঞ্চালনায় ছিলেন শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক সুলতান মাহমুদ রনি। ৫৮২ তম পাক্ষিক অধিবেশন আগামী ১০ জানুয়ারী একই সময় একই স্থানে অনুষ্ঠিত হবে।