স্থানীয় খবর

বগুড়ায় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

Spread the love

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মোটরযানের রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন, ট্রাফিক পুলিশের কেস স্লিপ, বিমা সহ প্রয়োজনীয় কাগজপত্র নকল করে ছাপানোর অভিযোগে পাঁচজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া প্রতারকরা হলেন, কাহালু উপজেলার দিপুইল গ্রামের দেলোয়ার হোসেন (২৪), একই উপজেলার আড়োলা গ্রামের হয়রত আলীর ছেলে শফিকুল ইসলাম (৫২), বগুড়া সদরের বাঘোপাড়া মধ্যপাড়ার রতন প্রামাণিক (৫০), সদরের আশোকোলা গ্রামের আনোয়ার হোসেন সোহাগ (৫০) ও শিবগঞ্জ উপজেলার সুদামপুরের আব্দুর বাসেদ (৫০)। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা, বাদুড়তলা মোড়ের দেলোয়ার কম্পিউটার ও শাপলা সুপার মার্কেটের টুটুল অফসেট প্রিন্টার্স প্রেসে অভিযান চালিয়ে এই কাগজপত্রগুলো উদ্ধার এবং তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, তাদের দেয়া তথ্যমতে থানা পুলিশ সদস্যরা নকল করে তৈরি করা নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ৪৫টি, মাদারীপুর জেলার ট্রাফিক পুলিশের ১০টি মোটরযান আইনের প্রসিকিউশন বইয়ের পাতা, গাড়ির রেজিস্ট্রেশনের সনদ ৪টি, ফিটনেস সনদ ১৫টি, ট্যাক্স টোকেন ৩টি, পূরবী জেনারেল বিমার সনদপত্র ৪৫টি, মানি রিসিপ ৮০টি, বেশকিছু বিমা স্ট্যাম্প, কয়েকটি গোল সিল উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close