স্থানীয় খবর

ধুনট উপজেলার দুই কৃতি সন্তানকে গ্রামবাসীর সংবর্ধনা

Spread the love

ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার দুই কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. জান্নাতুল ফেরদৌসী রুপা ও তার বোন সহকারী এটর্নী জেনারেল ঈশিতা পারভীনকে সংবর্ধনা প্রদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাঁতি গ্রামবাসীর প থেকে তাদেরকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত ডেপুটি এটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামাঞ্চলকে শহরে পরিনত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। এছাড়া বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা দিয়ে দুস্থ অসহায় মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কিছু কুচক্রী মহল এদেশের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাই গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ডে সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
কৈগাঁতি লায়লা রুহুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত সহকারী এটর্নী জেনারেল ঈশিতা পারভীন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, ধুনট মডেল প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি আলমগীর হোসেন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েল, আ’লীগ নেতা মোহাম্মদ আলী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ইমন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close