স্থানীয় খবর

জয়বাংলা কোন দলের নয় এটি বাঙ্গালি জাতির ঐক্যের স্লোগান- রাগেবুল আহসান রিপু

Spread the love

বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, জয় বাংলা কোন ব্যক্তি বা কোন দলের ¯েøাগান নয়, এই ¯েøাগান বাঙ্গালী জাতির ¯েøাগান। জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতাযুদ্ধে এই ¯েøাগানই শক্তি যুগিয়েছে সকলকে জয় ছিনিয়ে আনতে। কিন্তু আজ স্বাধীনতাবিরোধী একটি শক্তি বাঙ্গালি জাতির এই ঐক্যের ¯েøাগানকে ঘিরে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন যা কোনভাবেই মেনে নেওয়া হবেনা।
শুক্রবার বিকেলে শহীদ খোকন পার্কে জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশীদ রাজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী এবং কাহালু থিয়েটারের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক সিকতা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাবতলী সোনারায় কলেজের অধ্য এবং সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এদিকে নানা কর্মসূচি আর ব্যাপক আনন্দের মধ্যে দিয়ে বগুড়ায় জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে শীর্তার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, চিরায়ত বাংলার পিঠা-পুলি উৎসব, আনন্দ র‌্যালী ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। এসময় শীতার্থ মানুষদেরকে শীতবস্ত্রের সাথে বাংলার ঐতিহ্যবাহী পিঠা এবং মিষ্টিমুখ করানো হয়। এর আগে বগুড়া শহীদ খোকন পার্ক হতে একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীদের বাউল গানের আসরে হাজারো দর্শক উপচে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close