মাঠ থেকে পালিয়ে গিয়ে বিতর্ক সৃষ্টির চক্রান্ত করবেন না: বিএনপিকে নাসিম
শেরপুর ডেস্ক: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ঢাকার দুই সিটি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপিকে স্বাগত জানিয়ে বলেছেন, নির্বাচনের মাঠ থেকে হঠাৎ পালিয়ে গিয়ে বিতর্ক সৃষ্টির চক্রান্ত করবেন না। আমরা চাই, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও হাড্ডাহাড্ডি লড়াই হোক। সুষ্ঠু নির্বাচনের ফলাফল যাই হোক ১৪ দল মেনে নেবে।
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠকে তিনি এ কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে আমরা উত্সবমুখর ভোট চাই। যাতে এ নির্বাচন নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি না হয়। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে ১৪ দল। জয়-পরাজয় যাই হোক গণতন্ত্রের বিজয় হতে হবে। ব্যক্তির বিজয় বড়ো কথা নয়। তিনি বলেন, ঢাকাকে উত্সবের নগরী করবে নির্বাচন কমিশন। তাতে আমরা সম্পূর্ণ সমর্থন দেব।
১৪ দলের সমন্বয়ক বলেন, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। মতের পার্থক্য থাকবে। কিন্তু ডাকসুর ভিপির ওপর যেভাবে হামলা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের নামে সংগঠন করে হামলা করবেন, তা কোনোভাবেই হতে পারে না। ঘটনায় যে-ই জড়িত হোক, তাকে যাতে কোনো ছাড় দেওয়া না হয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সব পদপে নেওয়ার অনুরোধ করছি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, বঙ্গবন্ধুকে সঠিকভাবে জনগণের কাছে উপস্থাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করার উদ্যোগকে স্বাগত জানাই। তিনি বলেন, ডাকসুর ভিপির ওপর হামলা অমানবিক। তবে আমাদের স্বস্তির বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এটি দেখছেন। তবে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপরে যে বক্তব্য, তা গ্রহণযোগ্য নয়। ডাকসুকে সচল রাখতে হবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ডাকসু ভিপির ওপর হামলা চালিয়ে তার প্রতি সহানুভূতি সৃষ্টি করা হচ্ছে। প্রতিক্রিয়াশীল চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ডাকসুর ভিপির ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এ ষড়যন্ত্রে প্রতিক্রিয়াশীল চক্র জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসীত বরণ রায়, জাতীয় পার্টির (জেপি) সহসাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জাসদের কেন্দ্রীয় নেতা নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।