স্থানীয় খবর
শেরপুরে রবিবার সাংবাদিকের পিতা মরহুম মুনসী আব্দুল মালেকে সিদ্দিকীর ৪৪তম মৃত্যুবার্ষিকী
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে ২৯ ডিসেম্বর রবিবার দক্ষিন বগুড়ার খ্যাতিমান সাংবাদিক সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু’র পিতা মরহুম মুনসী আব্দুল মালেক সিদ্দিকীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, ভাটরা ইয়াছননেছা এতিমখানায় কোরয়ানখানি,বাদজোহর ভাটরা আমতলা জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোওয়া মাহফিল ও এতিমদের মধ্যে রান্নাকরা খাবার বিতরন। উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মীয় স্বজ্বন ও শুভাকাংখীদের উপস্থিত থাকার জন্য আহবান জানান হয়েছে।