শেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল চত্বরে শেরপুর উপজেলা নির্বাহি অফিসার লিয়াকত আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার দিকে গুরুত্ব দিয়েছে। খেলাধুলার পাশাপাশি শরীরচর্চা সাহিত্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই।
জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বি, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর সরকারী ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব। এ সময় উপজেলা মাধ্যমিক শিা অফিসার শেখ নজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর পৌরসভা ১নং প্যানেল মেয়র নাজমুল হক খোকন, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি ,শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্য মাও: হাফিজুর রহমান, তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আলি আজগর, কেল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শাহজাহান আলী সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধান শিক ও শিার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।