অবশেষে ‘গুল মাকাই’ মুক্তির দিনণ চূড়ান্ত
শেরপুর ডেস্ক: গত বছরের জুলাই মাসে ‘গুল মাকাই’র ফার্স্ট লুক ও মোশন পোস্টার প্রকাশ হয়েছিল। এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে। অবশেষে দর্শকের অধির আগ্রহের অবসান ঘটতে চলছে। আগামী বছরের ৩ জানুয়ারি ছবিটি প্রোগৃহে মুক্তির দিনণ চ‚ড়ান্ত হয়েছে। খবর পাকিস্তান ভিত্তিক দ্য ডন অনলাইন।
নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর নির্মিত ছবি ‘গুল মাকাই’- ছবিটির পরিচালক আমজাদ খান। ছবিতে মালালার ভূমিকায় অভিনয় করছেন রীম শাইখ আর তার সাথে আছেন দিব্যা দত্ত এবং অতুল কুলকার্নি। এছাড়াও এ ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে প্রয়াত শক্তিমান অভিনেতা ওমপুরীকে।
ছবিতে পাকিস্তানি মেয়ে মালালার নারীশিা ও শান্তির জন্য লড়াইকে তুলে ধরা হয়েছে। প্রকাশিত পোস্টারটির শুরুতে লেখা রয়েছে, একটি শিশু, একজন শিক, একটি কলম ও একটি বই- পৃথিবীটা বদলে দিতে পারে।
‘গুল মাকাই’ নামে মালালার বায়োপিকটি তুলে ধরবে শিার জন্য তার সংগ্রাম ও সোয়াত উপত্যকায় ঘটে যাওয়া তার পরের ঘটনাগুলো। মালালা চরিত্রে রূপদানকারী রীম শাইখ এর আগে বেশ ক’টি জনপ্রিয় টিভি শো’তে অভিনয় করেছেন। এ ছাড়াও অমিতাভ ও ফারহান আখতারের ‘ওয়াজির’ ছবিতে তাকে কমিক চরিত্রে দেখা গেছে। ছবিটির কিছু অংশ মুম্বাই ও গুজরাটের ভুজ নগরে ধারণ করা হয়। আর কিছু অংশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ধারণ করা হয়।
‘গুল মাকাই’ প্রসঙ্গে নির্মাতা আমজাদ খান বলেন- এক স্কুলছাত্রীকে গুলি করেছে তালেবান জঙ্গিরা। খবরটা জানার পর থেকেই সিদ্ধান্ত নেয়া হয়ে গিয়েছিল। মেয়েটা বাঁচুক বা মারা যাক, ওকে নিয়ে সিনেমা করবেন তিনি। মেয়েটি পাকিস্তানের মালালা ইউসুফজাই। ‘গুল মাকাই’। এই ছদ্মনামেই লিখতেন মালালা। পরিচালক জানালেন, বিবিসিতে যখন মালালা লিখতেন তখন থেকেই তাকে ‘ফলো’ করতেন। তিনি কয়েক বছর ধরে পড়াশোনা করেছেন মালালাকে নিয়ে। পাকিস্তানের স্থানীয় লোকদের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তানের লেখক-সাংবাদিক ইমতিয়াজ গুল বহু সাহায্য করেছেন। পরিচালক কথা বলেছেন মালালার পরিবারের সদস্যদের সঙ্গেও। ছবির চিত্রনাট্যকার ভাস্বতী চক্রবর্তী আড়াই বছর সময় নিয়েছিলেন কাজ শেষ করতে। নির্মাণের পাশাপাশি ছবির সঙ্গীতায়োজনেও ছিলেন আমজাদ খান।
এদিকে ছবিটির মুক্তির আগে শুক্রবার লন্ডনে প্রিমিয়ার শো’য়ের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে ৪’শ লোক উপস্থিত ছিলেন। এদেও মধ্যে সংঘাতপূর্ণ ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।