ঢাকায় উত্তরে আতিক, দক্ষিণে তাপস আওয়ামী লীগের মেয়র প্রার্থী!
শেরপুর ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসই নৌকার কান্ডারী হচ্ছেন। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম বৈঠকে চূড়ান্ত করা হলেও ঘোষণা করা হয়নি। আজ রবিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
গতকাল রাতে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছেও কিছু তথ্য আছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে।