ওমরপাড়া ঘোড় দৌড় মেলা শেষে পুরস্কার বিতরণ করেন মজিবুর রহমান মজনু
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার ওমরপাড়া যুব সমাজের উদ্যোগে তিন দিনব্যাপী ঘোড় দৌড় মেলা শেষে শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মজিবুর রহমান মজনু।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, সুঘাট ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাইদ সেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন, বাংলাদেশ ব্যাংক বগুড়া ব্রাঞ্চ এর সাবেক উপ-পরিচালক আব্দুর রউফ খান ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন টুকু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব মজিবুর রহমান মজনু কে ওমর পাড়া যুব সমাজের প থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেলা পরিচালনা করেন বাবলু শরীফ আমিনুল কনক ইফতেখার দুলাল প্রমুখ।