স্থানীয় খবর
শেরপুরের এসিল্যান্ড সিনিয়র সহকারী সচিব হলেন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদান্নোতি পেয়েছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ ব্যাচের ২০৭ কর্মকর্তা সহকারী সচিব থেকে পদান্নোতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন। পাঁচ বছর পুর্তিতে তাদের এই পদান্নোতি দেয়া হল। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ সেপ্টেম্বর পদান্নতির প্রজ্ঞাপন জারি করে। চাকুরী জীবনের প্রথম প্রমোশন প্রাপ্তিতে আরাফাত হোসেন সহ পদান্নোতি প্রাপ্ত সকল কর্মকর্তাকে অভিনন্দন সহ শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ।